নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলামের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি নরসিংদী: নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলামের কক্ষে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আইনজীবী আহত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বিকেলে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের একদল কর্মী হঠাৎ করে আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সভাপতির কক্ষে হামলা চালায়। এ সময় উপস্থিত আইনজীবীরা সভাপতি কাজী নাজমুল ইসলামকে নিরাপদে সরিয়ে নেন। তবে হামলাকারীরা আইনজীবীদের ওপর আক্রমণ চালালে পাঁচজন আহত হন, যাদের মধ্যে আছেন হাসান আল মামুন, মোহাম্মদ আলী, আল আমিন, মো. আনিস ও নাসরিন আক্তার।
আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বলেন, "সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রায় ৩০ জন কর্মী এই হামলায় অংশ নেয়। তবে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলে তিনি উল্লেখ করেন এবং কেন এই হামলা হয়েছে, তা তিনি জানেন না।"
এ বিষয়ে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে তিনি ফেসবুকে ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি দাবি করেন, তারা তারেক রহমান ও স্থানীয় নেতাদের নির্দেশে শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। মাধবদীতে এক মামলার বাদীকে মামলা প্রত্যাহারের জন্য আইনজীবীরা চাপ দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শামিম বলেন, "আইনজীবী সমিতির সভাপতির কক্ষে হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"