পাবনা জেলার ম্যাপ

প্রতিনিধি পাবনা: পাবনায় আলাদা স্থান থেকে ভ্যান চালকসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বেড়া উপজেলার কাগেশ্বরী নদী থেকে এক যুবক এবং আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়ন থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে সোহান (২০) বেড়া উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব মোল্লার ছেলে। অপর নিহত মো. রবিউল ইসলাম (৪৫) পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার রাহেন ইসলামের ছেলে, যিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম জানান, "সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চাকলা পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশে সাঁকো দিয়ে কাগেশ্বরী নদী পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন সোহান। খবর পেয়ে বিকালে ফায়ার সার্ভিসের একটি দল পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টার দিকে এক ঘণ্টার চেষ্টায় ডুবুরি দলের সদস্যরা সোহানের মৃতদেহ উদ্ধার করেন এবং সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।"

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, "মঙ্গলবার সকালে তৈলকুপি গ্রামের হাইওয়ে সড়কের পাশে একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্বজনরা খবর পেয়ে রবিউলের লাশ শনাক্ত করেন।"

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ছিনতাইকারীরা রবিউলকে হত্যা করে তার লাশ পুকুরে ফেলে দেয় এবং তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায়।