নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ু এখন সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর মেঘমালা তৈরি হয়েছে। এই মেঘমালার কারণে উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আবহাওয়া অধিদপ্তর দেশের চার বন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি করেছে। আজ বুধবার সকাল ১০টায় এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সিলেটে গতকালের সর্বাধিক বৃষ্টি হয়েছে ১৬৪ মিলিমিটার, আর রাজধানী ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, "মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বঙ্গোপসাগরে গভীর মেঘ তৈরি হয়েছে, ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।"
সতর্কসংকেত পাওয়া চার বন্দর হলো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। মো. মনোয়ার হোসেন আরও বলেন, "আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।"