প্রতিনিধি আদমদীঘি
চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সান্তাহার স্টেশনে আটকা পড়ে। আজ সকাল ১০টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেনটি স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন থেকে রাজশাহীর দিকে ছেড়ে গেলে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বেলা সাড়ে একটার দিকে বিকল্প ইঞ্জিনের সহায়তায় এই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হয়।
ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে ট্রেনটি বিকল হয়েছিল বলে জানান ট্রেনটির সহকারী চালক আবুল কালাম আজাদ।
কয়েক ঘণ্টা ধরে ট্রেনটি বিকল থাকায় তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সম্প্রতি একাধিক দুর্ঘটনার প্রভাবে প্রায় সব ট্রেনই কয়েক ঘণ্টা দেরিতে আসা-যাওয়া করছে। এ অবস্থায় দুর্ঘটনাটি যাত্রীদের ভোগান্তিকে আরও বাড়ায় বলে জানান তাঁরা।
ট্রেনের যাত্রী জয়পুরহাটের মাহাফুজ আলম, "তালেব আলী, আবদুল হাকিমসহ কয়েকজন বলেন, তাঁরা রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাচ্ছিলেন। নির্দিষ্ট সময়ে না পৌঁছালে চরম বিপাকে পড়তে হবে। আবার কিছু যাত্রী বলেন, তাঁরা রোগীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছেন। তাঁদের নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়।"
সমস্যার
সমাধানে ইতিমধ্যেই ঈশ্বরদীতে থেকে একটি বিকল্প ইঞ্জিন স্টেশনটিতে আনা
হয়েছে বলে জানান সান্তাহার জংশন স্টেশনের সহকারী মাস্টার মৌসুমি আক্তার।
তিনি বলেন, "বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঈশ্বরদী
থেকে বিকল্প ইঞ্জিন আনার পর বেলা সোয়া একটার ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে
যায়।"