নিজস্ব প্রতিবেদক

এন এম হারুন | ছবি: সংগৃহীত

সাংবাদিক এন এম হারুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এন এম হারুন স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী বদরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

শুক্রবার বাদ জুমা রাজধানীর লালমাটিয়া স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জানাজা শেষে তাঁকে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড কবরস্থানে দাফন করা হবে।

এন এম হারুন তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তিনি তৎকালীন ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), সাপ্তাহিক হলিডে, ঢাকা কুরিয়ার, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, অধুনালুপ্ত দৈনিক ইনডিপেনডেন্টসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন এনাতে।

এন এম হারুন ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ স্বাক্ষরিত বুলেটিনের সংবাদ প্রচার করেন। সর্বশেষে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা থেকে অবসর নেন।