প্রতিনিধি ঈশ্বরদী
নয়ন হোসেন | ফাইল ছবি |
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজ হওয়ার এক দিন পর ২৭ বছর বয়সী তরুণ নয়ন হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচুবাগান থেকে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত নয়নের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তিনি বড়ইচারা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের কাজ করতেন।
এলাকাবাসী ও নয়নের স্বজনদের মতে, তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাত ৯টার দিকে ফিরতেন। গত বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাত ১২টায় বাড়িতে না ফেরায় পরিবার চিন্তিত হয়ে পড়ে। পরে যখন তাঁর মোবাইলে ফোন করা হয়, তখন তা বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নয়নের খোঁজ মিলছিল না। আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা একটি লিচুবাগানে নয়নের লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নয়নের বাবা নজরুল ইসলাম বলেন, "তাঁর ছেলে নীরব প্রকৃতির ছিল এবং কারো সঙ্গে শত্রুতা ছিল বলে কখনো শুনেননি। তিনি জানেন না কেন তাঁর ছেলেকে হত্যা করা হলো এবং বিচার চান।"
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, "লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবার একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে, মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"