নিজস্ব প্রতিবেদক ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে বলা হচ্ছে যে তিনি বাংলাদেশের গৌরবময় ইতিহাস মুছে ফেলার ইঙ্গিত দিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, ড. ইউনূস 'রিসেট বাটন' প্রসঙ্গটি তুলেছেন দেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে বের হয়ে নতুনভাবে পথচলার অর্থে। তার বক্তব্যে কোথাও দেশের গৌরবময় ইতিহাস মুছে ফেলার কথা ছিল না। উদাহরণ হিসেবে, যখন কেউ কোনো যন্ত্রের রিসেট বোতাম চাপেন, তখন শুধুমাত্র সফটওয়্যার পুনরায় চালু করা হয়, কিন্তু হার্ডওয়্যার অপরিবর্তিত থাকে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেই ‘হার্ডওয়্যার’ যা অপরিবর্তনীয়।

এছাড়াও, বিবৃতিতে ড. ইউনূসের অতীত ভূমিকা নিয়ে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের প্রচারণায় সক্রিয় ছিলেন। পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বিশ্বজনমত গঠনে তিনি ভূমিকা রাখেন এবং বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন।