প্রতিনিধি ঈশ্বরদী
সংঘর্ষের সময় অনেক শিক্ষার্থী দেয়াল বেয়ে উঠে নিজেকে রক্ষা করার চেষ্টা করে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
পাবনার ঈশ্বরদীতে কাবাডি খেলা নিয়ে হামলা, ভাঙচুর ও শিক্ষক-শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলাটি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী রবিউল ইসলাম। এতে শহরের ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
বুধবার দুপুরে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "হামলার ঘটনার পর গতকাল মঙ্গলবার রাতে রবিউল ইসলাম স্বাক্ষরিত এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।"
মামলায় ঘটনার দিন চাকুসহ আটক কে এম ডাবলু রহমান শিশিরকে (২০) প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শিশির পিয়ারপুর মোলার আমতলার বাসিন্দা কে এম সাকিলুর রহমান ছগিরের ছেলে।
খেলা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
মামলার অন্য আসামিরা হলেন: মো. সোহেল রানার ছেলে মো. পাপ্পু (২২), ভাষা প্রামাণিকের ছেলে দেশ প্রামাণিক (২২), মো. কাইয়ুমের ছেলে মো. রাতুল (২০), আশরাফ মালিথার ছেলে মো. হৃদয় (২০), সুরুজ হোসেন (১৮) এবং অজ্ঞাতনামা ২০-২৫ জন।
এজাহারে বলা হয়েছে, সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঈশ্বরদী উপজেলা চত্বরে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার ছিল এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দুপুরে কাবাডি খেলায় উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় ও সাহাপুর ইউনিয়নের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারি শুরু হয়। ইউএনও সুবীর কুমার দাশ ও একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।
এ সময় আসামিরা বেআইনি জনতা হয়ে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। শিশির ধারালো ছুরির সাহায্যে এক প্রতিপক্ষের মাথায় আঘাত করে। এরপর তারা উপজেলা ভবনে প্রবেশ করে ইউএনওসহ অন্যান্য কর্মচারীদের সরকারি কাজে বাধা দেয় এবং ৬০-৭০টি সরকারি চেয়ারসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের সময় বহিরাগতরা শিক্ষার্থী ও শিক্ষকদের মারধর করে অভিযোগ উঠেছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বাদী রবিউল ইসলাম জানান, "মঙ্গলবার ঘটনাস্থল থেকে চাকুসহ আটক ডাবলু রহমান শিশির হামলার কথা স্বীকার করেছেন। তার তথ্য অনুযায়ী মামলায় আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।"
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলার চূড়ান্ত পর্বে দুই স্কুলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন
ঈশ্বরদীতে কাবাডি খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১০ |