প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর আদালত এলাকায় জামিন পাওয়া আসামিকে ছুরিকাঘাত | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এর সামনে বুধবার জামিন পাওয়া এক আসামিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনাটি জানার পর আদালত দ্রুত জড়িতদের আটকের নির্দেশ দেন। পরে পুলিশ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত আতিকুল ইসলাম সাদ্দাম (২৮) কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তিনি রাজশাহীর কাটাখালী থানার বেলঘরিয়া মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে।
আটককৃতরা হলেন মো. শাহিন (৪৫) ও তাঁর ছেলে আলিফ (রাব্বি) (১৮)। তাঁরা কাটাখালী পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা। শাহিনের মেয়ে শাহরিন আক্তার আরিফাকে প্রতারণা করে বিয়ে করার মামলায় জামিন নিতে আদালতে গিয়েছিলেন আতিকুল। জামিন পাওয়ার পর তাঁকে হামলার শিকার হতে হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত বছর পারিবারিকভাবে আতিকুলের সঙ্গে শাহরিনের বিয়ে হয়। শাহরিনের মা লাভলী বেগম গত ৩০ জানুয়ারি আদালতে আতিকুল ও তাঁর পরিবারের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, বিবাহিত থাকা সত্ত্বেও আতিকুল অবিবাহিত বলে দাবি করে শাহরিনকে দ্বিতীয়বার বিয়ে করেন।
আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারি করেন। বুধবার মামলার নির্ধারিত দিনে আসামিরা আদালতে হাজির হন। তাঁদের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
আদালত থেকে জামিন পেয়ে আসামিরা বের হওয়ার পর বাদীপক্ষের লোকজন আতিকুলকে ছুরিকাঘাত করে। ঘটনার পর আদালত দ্রুত জড়িতদের আটক করার নির্দেশ দেন এবং আদালতের সামনে উপস্থিত পুলিশ দুইজনকে ধরে ফেলে। পরে তাদের রাজপাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস জানান, "আতিকুলের শরীরের কয়েকটি স্থানে আঘাত লেগেছে। তবে ক্ষত গভীর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।"
আতিকুল দাবি করেন, 'মামলার বাদী লাভলী বেগম, তাঁর স্বামী শাহিন এবং তাঁদের ছেলে রাব্বিসহ চার-পাঁচজন তাঁকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছুরি উদ্ধার করেছে বলেও জানান তিনি। তবে মামলার বিষয়ে কথা বলতে চাইলে তাঁর ফোন কেটে দেন।'
এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, "আটক দুইজনকে থানায় রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী মামলা দায়ের করবেন।"