আশিক উল বারাত

আইন উপদেষ্টা আসিফ নজরুল | ফাইল ছবি

আইন উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো একটি ফেসবুক পোস্ট ঘিরে সাম্প্রতিক সময়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ২০২২ সালে তিনি মজার ছলে লিখেছিলেন, “মুরগী কি পেট্রোল আর অকটেন খেয়ে ডিম দেয়?” তখন ডিমের দাম ছিল ১৪৪ টাকা ডজন। অথচ এখন বাজারে ডিমের দাম ১৭৫ থেকে ১৮০ টাকা, কিন্তু তিনি এ নিয়ে কোনো মন্তব্য করছেন না। ফলে অনেকে তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করছেন, ক্ষমতায় এলে নেতারা সাধারণ মানুষের সমস্যার বিষয়ে কথা বলা বন্ধ করে দেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভারত থেকে ডিম আমদানি করে কি সত্যিই কোনো লাভ হয়েছে? আবার অনেকে জানতে চাচ্ছেন, চাঁদাবাজি বন্ধ হলেও ডিমের দাম কমছে না কেন। সরকারের এ ব্যর্থতা নিয়েও চলছে আলোচনা।

আসিফ নজরুলের সমালোচনা নতুন কিছু নয়। এর আগেও ইলিশ মাছ ভারতে রপ্তানি নিয়ে তাঁর একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল। তখন তিনি সমালোচনা করেছিলেন কেন দেশের ইলিশ ভারতে পাঠানো হচ্ছে। অথচ বর্তমানে তাঁর সরকারের আমলে ৫০০ টনের পরিবর্তে ৩০০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, এখন কেন ইলিশের দাম কমানো সম্ভব হচ্ছে না।

আসিফ নজরুলের পুরোনো পোস্টটি নতুন করে আলোচনায় আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ঘিরে ট্রল আর সমালোচনা শুরু হয়েছে। অনেকে তাঁর সেই পুরোনো স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, “স্যার, এখন কি মুরগী সরকারের কাছ থেকে ঋণ নিয়ে খাবার খায় আর সুদসহ আসল তুলছে?” কেউ আবার মজার ছলে লিখেছেন, “স্যার, এখনো কি মুরগী অকটেন খেয়ে ডিম দেয়?”

তবে, কিছু মানুষ ইতিবাচক পরামর্শও দিচ্ছেন। একজন মন্তব্য করেছেন, বাজার মনিটরিং জরুরি, চাঁদাবাজি বন্ধ থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেন কমছে না, তা খতিয়ে দেখা উচিত।

অনেকেই মনে করছেন, আসিফ নজরুল যখন ক্ষমতায় ছিলেন না, তখন ফেসবুকে নিয়মিত সমালোচনা করতেন। কিন্তু এখন দায়িত্বে থাকার পর তিনি নীরব। সাধারণ মানুষ আশা করছে, শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়সীমার মধ্যে আসবে।