প্রতিনিধি কুমিল্লা

কারাগার | প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তরুণকে গ্রেপ্তার করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদে তরুণটি দাবি করেছেন, তিনি কাজের সন্ধানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।

ভারতীয় তরুণের নাম মো. আরিফুল ইসলাম (২১)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার মৃত মোসলেম মিয়ার ছেলে।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে শংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৬৩/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় তরুণটিকে আটক করা হয়। তার কাছে ভারতের কোনো পাসপোর্ট ছিল না।

বুধবার দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, বিজিবি এ ঘটনায় ওই ভারতীয় তরুণের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে। পরে গ্রেপ্তার দেখিয়ে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়, যেখানে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।