পদ্মা ট্রিবিউন ডেস্ক

ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার | ছবি: সংগৃহীত 

প্রোটিনের জটিল গঠন রহস্য উন্মোচনে অসাধারণ গবেষণার জন্য তিন বিজ্ঞানী পাচ্ছেন এ বছরের রসায়নের নোবেল পুরস্কার। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ গবেষক ডেমিস হাসাবিস ও জন জাম্পারের নাম ঘোষণা করে।

এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনারের পুরস্কার থেকে বেকার পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন হাসাবিস ও জাম্পার।

গত বছর ন্যানো টেকনোলজির গবেষণায় কোয়ান্টাম ডটস নামে অতি ক্ষুদ্র ন্যানো পার্টিকেল উদ্ভাবন ও উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের মুঙ্গিয়া জি বাবেন্দি, লুইস ব্রুস এবং অ্যালেক্সি একিমভ রসায়নে নোবেল পান।

চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয় সোমবার, চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মাধ্যমে। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিদ্যার নোবেল। বৃহস্পতিবার সাহিত্যের নোবেল ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তি এবং ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।
১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।