নিজস্ব প্রতিবেদক ঢাকা

তাপসী তাবাসসুম উর্মি ও গোলাম মাওলা রনি | ছবি: সংগৃহীত 

সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি বেশ আলোচনার জন্ম দিয়েছেন। এ ঘটনার পর প্রথমে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়।

তাপসীকে ওএসডি করার প্রতিবাদে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, "তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হলো?"

তিনি আরও লেখেন, "একজন নবীন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত মতামত যারা সহ্য করতে পারেন না, তারা কিভাবে রাষ্ট্র সংস্কারের কথা বলবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন?"

শনিবার ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি একটি স্ট্যাটাসে লেখেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! তবে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।"