নিজস্ব প্রতিবেদক ঢাকা
তাপসী তাবাসসুম উর্মি | ফাইল ছবি |
লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই মন্তব্যের পর তার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তিনি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়েছেন এবং এরপর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করতেন এবং বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।
পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, "তাপসীর পরিবার মাঝে মাঝে নসিবপুর গ্রামে আসে, কিন্তু তাঁদের মূল বাসস্থান ময়মনসিংহে।"
উর্মির বাবা ইসমাইল হোসেনের প্রতিবেশী ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, "তাপসী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং ২০২২ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়।"
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন—রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। এত সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।" তবে কয়েক ঘণ্টা পর তার ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না।
আরও পড়ুন
লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে ওএসডি |
আরও পড়ুন
নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বরখাস্ত |