প্রতিনিধি খুলনা

লাশ | প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে খানজাহান আলী থানার ফুলতলা হাউজিং এস্টেট (কাশবন) এলাকার একটি নালা থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় সেই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক সাকিব শেখ (৩০), দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামের কামাল শেখের ছেলে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এখনও মামলা দায়ের না হলেও, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে জনি শেখ ও আসাদুল ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ। তারা দিঘলিয়ার বাসিন্দা এবং সাকিবের আত্মীয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সাকিব তাঁর ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বিষয়টি পরিবারের সদস্যরা থানায় জানান। আজ খানজাহান আলী ও দিঘলিয়া থানার পুলিশ যৌথভাবে ফুলতলা হাউজিং এলাকা থেকে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা সাকিবের লাশ শনাক্ত করেন। তাঁর গলায় গামছা প্যাঁচানো এবং লাশটি কলাপাতা দিয়ে ঢেকে রাখা ছিল। গলায় ফাঁস দিয়ে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দিঘলিয়া থানার পরিদর্শক মো. টোকনুজ্জামান জানান, "এলাকাবাসী ও পরিবারের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শনিবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সাকিবকে হত্যা করা হয়। খানজাহান আলী থানায় মামলার প্রস্তুতি চলছে।"