খেলা ডেস্ক
হ্যাটট্রিকের পর বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি | এএফপি |
দিন পাঁচেক আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছিলেন রবের্ত লেভানদোভস্কি। সেই ফর্ম ধরে রেখে লা লিগার ম্যাচেও হ্যাটট্রিক করলেন প্রথমার্ধেই, আর তার দল বার্সেলোনা আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে পেল দাপুটে জয়। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত লেভানদোভস্কি জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরে তিনি ভীষণ খুশি।
রোববার আলাভেসের মাঠে লা লিগার ম্যাচের প্রথম ৩২ মিনিটের মধ্যেই লেভানদোভস্কি করেন তিনটি গোল। চতুর্থ মিনিটে রাফিনিয়ার গোল অফসাইডের কারণে বাতিল হলেও, ষষ্ঠ মিনিটে ফেররান তরেসের চোট কাটিয়ে বার্সেলোনা এগিয়ে যায়। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় রাফিনিয়ার অবদানে। ৩২তম মিনিটে এরিক গার্সিয়ার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি।
বার্সেলোনার হয়ে এটি পোলিশ তারকার তৃতীয় হ্যাটট্রিক এবং ক্লাব ক্যারিয়ারে ২৭তম। এই মৌসুমে লা লিগায় লেভানদোভস্কি ৯ ম্যাচে ১০ গোল করেছেন, যা লিগের সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ১১ ম্যাচে ১২টি।
ম্যাচ শেষে ‘ডিএজেডএন’-এ লেভানদোভস্কি তার হ্যাটট্রিকের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের, উল্লেখ করে বলেন, "ভালো পাসের কারণে আমার জন্য গোল করা সহজ হয়েছে। প্রথমার্ধে তিন গোল পেলে দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। আমরা পরিকল্পনামতোই খেলেছি।"
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আক্রমণ ধরে রাখলেও আর কোনো গোলের দেখা পায়নি, আলাভেস গোলরক্ষকের ৬টি দুর্দান্ত সেভের কারণে। চোটের কারণে কয়েকজন খেলোয়াড় মাঠের বাইরে থাকলেও, তাদের ফিরে আসার পর দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন লেভানদোভস্কি।
আন্তর্জাতিক বিরতির পর ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে লা লিগায় ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে।