মৃৎশিল্পী শারদীয় দুর্গাপূজার জন্য দেবী দুর্গার প্রতিমায় নিখুঁতভাবে রঙের ছোঁয়া দিচ্ছেন, যা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: এবার রাজধানী ঢাকায় ২৫৭টি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (বিপিইউপি) জানিয়েছে, আগামী বুধবার বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।
সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসবকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের রঙতুলির কাজ চলছে। তাদের কাছে দম ফেলারও সময় নেই।
উৎসবের প্রথম দিনটি মহাষষ্ঠী হিসেবে পরিচিত, যেখানে কল্পারম্ভ, অধিবাস ও দেবীর আহ্বানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রোববার বজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
ঢাকায় প্রধান প্রধান মন্দির ও মণ্ডপগুলোতে, যেমন ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, বনানী, কলাবাগান, শাখারী বাজার, সিদ্ধেশ্বরী কালী মন্দির, রমনা কালী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং ফার্মগেটের খামারবাড়িসহ বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হবে।
এখন রাজধানীর মন্দির ও অস্থায়ী পূজামণ্ডপগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে রাস্তায় ও দোকানপাটে পানি জমে গেলেও সনাতন ধর্মাবলম্বীরা বৃষ্টি উপেক্ষা করে পূজার কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুরান ঢাকার শাঁখারী বাজারসহ বড় বাজারগুলোতে পূজার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে ভিড় জমেছে। শাঁখারী বাজারের ঐতিহ্যবাহী দোকানগুলোতে শঙ্খ, প্রতিমার কাপড়, মাটির প্রদীপ, ধূপকাঠি, দেবতার মালা, শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও অলঙ্কারের বেচাকেনা চলছে পুরোদমে।
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বড় বিপণিবিতান ও শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ক্রেতারা পূজার কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।
উৎসবকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে।