কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি রাজশাহী: নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করতে রাজশাহীতে দুই দিনব্যাপী “জিআইএস বেইজড ম্যাপিং অ্যান্ড ইপিআই মাইক্রোপ্ল্যানিং” নামের একটি কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নগরীর শাহডাইন সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ূন কবীর বলেন, "মা ও শিশু স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশন নানাক্ষেত্রে সফলতা অর্জন করেছে। জাতীয় পর্যায়ে ইপিআই কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখা যাচ্ছে। তারা ইলেকট্রনিক ইমুনাইজেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড ও জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছে। এসব সাফল্য রাসিকের স্বাস্থ্য বিভাগের সকল সদস্যের আন্তরিকতার ফল। ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং আগামী প্রজন্মকে সুস্থ ও সবল জাতি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।"
তিনি আরও বলেন, "স্বাস্থ্য সেবায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতার পাশাপাশি রাসিককে আগামীতে নিজস্ব অর্থায়নে পরিচালিত হওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। নিজেদের দক্ষ ও প্রযুক্তি নির্ভর জ্ঞানসম্পন্ন করে নগরবাসীর স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ করতে হবে। এ জন্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।"
কর্মশালায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আনোয়ারুল কবীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ কামরুজ্জামান, ন্যাশনাল জিআইএস কনসালটেন্ট হামিদুর রশিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ ফারহানা এবং আইটি বিশেষজ্ঞ আবু ইসতিয়াক আলী।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এছাড়া রাসিকের স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা, টিম লিডার ও সুপারভাইজরগণ অংশ নেন।