ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সেগুলো আকাশে ধ্বংস করতে সক্রিয় হয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ১ অক্টোবর, আশকেলন, ইসরায়েল | ছবি: রয়টার্স
পদ্মা ট্রিবিউন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান ইসরায়েল ও এর জনগণের ওপর বেআইনি এবং নজিরবিহীন হামলা চালিয়েছে। এর জবাব দিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি কী ধরনের জবাব দেওয়া হবে বা কবে তা হবে, সে বিষয়ে কিছু জানাননি।
গত মঙ্গলবার, ১ অক্টোবর, রাতে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর প্রচেষ্টায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস হয়। যদিও কিছু ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ইসরায়েলিরা অনলাইনে বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে গভীর গর্ত দেখা গেছে। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি। তবে অধিকৃত পশ্চিম তীরে একটি ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে একজন ফিলিস্তিনি নিহত হন।
পরদিন বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানঘাঁটিগুলোতে আঘাত হেনেছে। তবে কোন কোন ঘাঁটিতে আঘাত লেগেছে তা স্পষ্ট করেনি ইসরায়েল। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
হামলার পরই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারাও একই কথা বলেছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতিক্রিয়ার প্রতি সমর্থন জানালেও, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর বিষয়ে তাঁর সমর্থন নেই বলে জানান।