সিটিজেনস রাইটস মুভমেন্টের সংবাদ সম্মেলন | ছবি: পদ্মা ট্রিবিউন
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিটিজেনস রাইটস মুভমেন্ট ১৭ দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে পতিত সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এবং সংবিধানে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'-এর পরিবর্তে 'জনগণতান্ত্রিক বাংলাদেশ' নামকরণের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
সংগঠনের মহাসচিব তুসার রেহমান লিখিত বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৭ দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, ব্যারিস্টার সাদিয়া আরমান, মেজর (অব.) হামিদুল ইসলাম বীর বিক্রমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
১. ব্রিটিশ আমলের আইন-কানুন সংশোধন করে সময়োপযোগী আইন সংস্কার কমিশন গঠন এবং কল্যাণ রাষ্ট্রের সংবিধান সংশোধন।
২. স্বাধীন নির্বাচন কমিশন, দুদক, মানবাধিকার কমিশন এবং পুলিশ কমিশন গঠন।
৩. রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ।
৪. দলীয় এবং অনুগত বিচারপতিদের অপসারণ।
৫. মানবতাবিরোধী অপরাধে প্রধানমন্ত্রীর বিচার এবং শাস্তির ব্যবস্থা।
৬. প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুবারের বেশি না থাকার বিধান।
৭. বিজ্ঞানমনস্ক শিক্ষানীতি নিশ্চিতকরণ।
৮. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নাম পরিবর্তন করে 'জনগণতান্ত্রিক বাংলাদেশ' করা।
৯. দুর্নীতি দমনে মৃত্যুদণ্ডের বিধান প্রবর্তন।
১০. আদালত ও আইনি কার্যক্রমে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার।
১১. ভুয়া মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় ভাতা বাতিল।
১২. নাগরিকদের জন্য টেকসই পেনশন স্কিম চালু করা।
১৩. বিচার বিভাগের কর্মচারীদের ঘুষ গ্রহণ বন্ধে ব্যবস্থা।
১৪. ঢাকার যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করা এবং গণপরিবহন নিশ্চিতকরণ।
১৫. সরকারি কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করা।
১৬. সাবরেজিস্ট্রার অফিসের অনৈতিক লেনদেন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
১৭. অর্থ পাচারকারীদের অবৈধ সম্পদ দেশে ফেরত আনার ব্যবস্থা।