বেতন গ্রেড উন্নয়নের দাবিতে মঙ্গলবার থেকে অডিটরদের কর্মবিরতি ঘোষণা

বেতন গ্রেড উন্নয়নের দাবিতে অডিটরদের সংবাদ সম্মেলন। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: বেতনবৈষম্য দূর করা নিয়ে গড়িমসি করার অভিযোগ তুলে অর্থসচিবের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত অডিটররা। রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেতন গ্রেড উন্নয়নের দাবি পূরণে আগামী মঙ্গলবার থেকে অফিস চলাকালে তাঁরা কর্মবিরতি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অডিটর আহমেদুর রহমান ডালিম বলেন, ‘মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের আওতাধীন অডিটরদের জন্য দুই ধরনের বেতনকাঠামো তৈরি করেছে সরকার। এ ব্যবস্থা শুধু বৈষম্যমূলক নয়, প্রহসনমূলকও। তাই আমাদের দাবি, অডিটরদের গ্রেড বৈষম্য দূর করে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে হবে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘একই পদে দুই ধরনের বেতন থাকাটা কখনো প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অডিটরদের ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার পক্ষে রায় দেন। পরে অর্থ বিভাগ মামলার পক্ষভুক্ত শুধু ৬১ জন রিট আবেদনকারীর জন্য তা কার্যকর করে। অন্য অডিটররা আবার আদালতের শরণাপন্ন হলে রায় তাঁদের পক্ষেই আসে।’

অডিটররা জানান, ৮ সেপ্টেম্বর সিএজি কার্যালয় থেকে অর্থ বিভাগের সচিবের কাছে অডিটরদের ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা জারি করা হয়নি; বরং অধিকার আদায়ের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মঞ্চ ও প্যান্ডেল গত বুধবার মধ্যরাতে ভেঙে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএজি কার্যালয়ের অডিটর মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মোরশেদ আলম, মো. আবদুল আজিজ, আল আমিন, মনজুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।