পদত্যাগপত্রে সই করানোর অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মামলা | প্রতীকী ছবি

প্রতিনিধি মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় চাঁদা দাবি ও জোর খাটিয়ে প্রতিষ্ঠানপ্রধানের পদত্যাগপত্রে সই আদায়ের অভিযোগে বিএনপির পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. হাবিবুর রহমান। পরে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।  

মামলায় মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মো. মজনু মৃধা, মো. দুলাল মৃধা, মো. আবদুল করিম ও মো. মাসুদ।

মামলার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট মাদ্রাসাটির সুপারিনটেনডেন্ট মাওলানা মো. হাবিবুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। সেই সঙ্গে জোর খাটিয়ে একটি পদত্যাগপত্রে তাঁর সই আদায় করেন। এ ঘটনায় হাবিবুর প্রথমে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৮ আগস্ট আবারও তাঁর কাছে গিয়ে একই পরিমাণ চাঁদা দাবি করেন বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা ও তাঁর সঙ্গীরা। এ ঘটনার প্রেক্ষাপটে গতকাল মামলাটি করেন হাবিবুর।

আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলার আবেদনটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলাটি করা হয়েছে। আমি কারও কাছে কোনো চাঁদা দাবি করিনি।’