আলাপন

মানসম্মান সব নিয়ে ভালো আছি: শখ

প্রায় ছয় বছর পর ধারাবাহিক নিয়ে দর্শকের সামনে এলেন অভিনেত্রী আনিকা কবির শখ। গতকাল থেকে প্রচারে এসেছে ইমরাউল রাফাতের ধারাবাহিক ‘অদ্ভুত পরিবার’। নাটকটিসহ সমসাময়িক বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছে ‘পদ্মা ট্রিবিউন’।

পদ্মা ট্রিবিউন: আপনাকে ধারাবাহিকে কম দেখা যায়। এ কাজটা কেন করলেন?
আনিকা কবির শখ: আমি শুরু থেকেই ধারাবাহিক নাটক কম করেছি। আগে তিনটা ধারাবাহিক করেছিলাম। এবারও দীর্ঘদিন পর ধারাবাহিকে অভিনয় করেছি। গতকাল থেকে প্রচার শুরু হয়েছে। দুই সপ্তাহ আগে শুটিং করেছি। নাটকটি কয়েকটি গল্প দিয়ে সাজানো হবে। প্রতিটি নতুন গল্পেই আমিসহ চারজন অভিনয়শিল্পী থাকবেন। গল্পে বৈচিত্র্য আমাকে বেশি টেনেছে। শুটিং করে বুঝেছি আমার চরিত্রটি দারুণ।

পদ্মা ট্রিবিউন: আপনার গল্প কী নিয়ে?
আনিকা কবির শখ: অনেকটা বোকা টাইপের একটা মেয়ে। সে মুখের ওপর সব কথা বলে দেয়। অনেক নেতিবাচক কথা সুন্দর করে বলা যায়। কিন্তু এই মেয়েটা একটু স্ট্রেইট ফরোয়ার্ড। বেশ মজার চরিত্র।

পদ্মা ট্রিবিউন: আগের মতো পর্দায় আর আপনাকে পাওয়া যায় না...
আনিকা কবির শখ: মাঝে বড় একটা বিরতি নিয়েছিলাম। প্রেগন্যান্ট ছিলাম। আমার বেবির বয়স এখন তিন বছরের মতো। কিছুটা বোঝা শিখেছে। যে কারণে নিয়মিত অভিনয় করছি। দর্শক সামনে আমাকে নিয়মিতই দেখবেন।

পদ্মা ট্রিবিউন: পরিবারে দায়িত্ব পালন, আবার শুটিং। ব্যবস্থাপনাটা কীভাবে করেন?
আনিকা কবির শখ: এটা তো জীবনের অংশ। দুই বছর যখন বয়স ছিল, তখন কিছুটা সমস্যা হতো। মেয়ে এখন বড় হচ্ছে। আগের চেয়ে বুঝতে শিখেছে। নিজের মতো করে থাকতে পারে। এখন ম্যানেজ করতে সমস্যা হয় না। আর এর মাঝেই তো কাজ করে যেতে হবে। কাজের বাইরের সময়গুলোতে তো আমি সব সময়ই আছি। 

পদ্মা ট্রিবিউন: এর মধ্যে আবার আপনার নাচের ভিডিও ভাইরাল হয়েছে। নতুন কোনো পরিকল্পনা আছে নাকি?
আনিকা কবির শখ: নাচ আমি শৈশব থেকেই করি। শুরুটাই আমার নাচ দিয়ে। আমি আসলে ক্ল্যাসিক্যাল ড্যান্সার। এটা আমার জীবনের অংশ। আগে নাচ নিয়মিত করা হতো। সব টেলিভিশন অনুষ্ঠানে নাচে অংশ নিতাম। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতাম। এখন নাচ নিয়ে তেমন কোনো অনুষ্ঠান হয় না। শিল্পকলাকেন্দ্রিক কিছু নাচের অনুষ্ঠান হয়, নাচের সংগঠনকেন্দ্রিক কিছু প্রোগ্রাম হয়, সেখানে আমি, মৌ আপা—সবাই অংশ নিই। কিন্তু নাচ নিয়মিত অনুশীলন করি। সেই ভিডিওই ফেসবুকে ছেড়েছি। অনেকেই প্রশংসা করছেন।

শখ অভিনীত ধারাবাহিকের পোস্টার

পদ্মা ট্রিবিউন: শুধু নাচে ক্যারিয়ার গড়ার কথা কখনো মনে হয়েছিল?
আনিকা কবির শখ: আমি কিন্তু মাল্টিটাস্কার। নাচ, অভিনয়, মডেলিং—সবকিছুর সঙ্গেই যুক্ত। আমার নাচ ছাড়া কোনো পরিকল্পনা ছিল না। নাচ থেকেই কিন্তু পরে মডেলিং ও অভিনয়ে আসা। যেটাই করি, মনোযোগ দিয়ে করি। তিনটা কাজই আমি দায়িত্বের সঙ্গে করছি। আমার তিনটা কাজকেই সম্মান করি। সেই ডেডিকেশন আছে।

পদ্মা ট্রিবিউন: পেছনে তাকালে কী মনে হয়?
আনিকা কবির শখ: মানুষ যত বড় হয়, তত ম্যাচিউর হয়। আমি তো সবার আগে মানুষ। নিজের ব্যক্তিগত কাজের জন্যও সময় থাকা দরকার। আমি যে জায়গাটা তৈরি করেছিলাম, সেটা আছে। ক্যারিয়ার নিয়ে আমি খুশি। মাঝে ব্রেক নিয়েছি। এটা কে কীভাবে নিয়েছেন, সেগুলো কেয়ার করি না। বিরতির পর আমার দর্শক আগের মতোই আমাকে গ্রহণ করেছেন। এটাই ছিল বড় পাওয়া।

সম্প্রতি তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছে | ছবি: ফেসবুক

পদ্মা ট্রিবিউন: কোন অর্থে বড় পাওয়া বলছেন?
আনিকা কবির শখ: অনেকেই আছেন, ব্রেকের পর স্ট্রাগল করতে হয়, কেউ কাজ পান না, অনেক সময় দর্শকেরাও ইতিবাচকভাবে নেন না। আমার ক্ষেত্রে সেগুলো হয়নি। এখন আমি যদি বিতর্ক তৈরি করে কোথাও যেতে চাই, তাহলে অনেক কিছুই সম্ভব। কিন্তু আমি তা করিনি। আমি আমার জায়গায় ঠিক আছি। আমার মানসম্মান সব নিয়ে ভালো আছি। আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞতা।

পদ্মা ট্রিবিউন: বিরতি শেষে ফেরার পর ভাইরাল ট্রেন্ডের মুখোমুখি হতে হয়েছিল?
আনিকা কবির শখ: আমি আসলে ভাইরাল হতে চাই না। এটা ক্ষণস্থায়ী। একমাত্র কঠোর পরিশ্রমই স্থায়ী। যে কারণে ভাইরালের ওপর ভর করিনি। এটা একটা ফ্লো। সস্তা জিনিস করে বেশির ভাগ মানুষ ভাইরাল হচ্ছে। এখন ওয়াশরুমে বসেও তো আমি ভাইরাল হতে পারি, তাই বলে নেতিবাচকভাবে ভাইরাল আমার সঙ্গে যায় না। ভাইরাল ট্রেন্ড একসময় কেটে যাবে। ভাইরাল হয়ে গেলে আমি সুপারস্টার, এটা মনে করি না। তাহলে মোশাররফ করিম ভাইকে কী বলবেন? তিনি কি সুপারস্টার নন! আমি কাজ দিয়েই ভক্তদের সঙ্গে থাকতে চাই।