সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের নামে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ৩ সেপ্টেম্বর সময়ের মধ্যে লাইসেন্স করা অস্ত্র জমা না দেওয়ায় হেনরী ও শামীম তালুকদারের নামে লাইসেন্স করা শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে যায়। গতকাল ভোরে স্থানীয় এলাকাবাসীর কাছে খবর পেয়ে সদর উপজেলার ফুলকোচা এলাকার নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২টি অত্যাধুনিক শটগান, ২টি ম্যাগজিন ও ১৬টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সদর থানা পুলিশ। উদ্ধার হওয়া ম্যাগজিন ও গুলিগুলো হেনরী ও শামীম তালুকদারের। পরীক্ষা–নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে ওই মামলা করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আগ্নেয়াস্ত্র দুটি সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা না দিয়ে তাঁরা গুরুতর অপরাধ করেছেন। পুলিশ সেই অস্ত্রগুলো অরক্ষিত অবস্থায় উদ্ধার করেছে। এ কারণে তাঁদের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আমরা আশা করছি, দ্রুত তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব।’