ডেঙ্গু মশা | প্রতীকী ছবি |
প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দুজন রোগীর মৃত্যু হয়।
মৃত দুই রোগী হলেন মো. মোস্তফা (৬৫) ও মোছা. নাসিমা (৩৫)।
আজ দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন। তিনি জানান, মোস্তফা জেলার হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর দিকে নাসিমা জেলার গফরগাঁও উপজেলার পাগলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ২৭ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রাত নয়টার দিতে ওই নারীর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে আজ সকাল ১০টা পর্যন্ত মোট ৩২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ২৬, নারী ৫ এবং শিশু ১ জন। গতকাল সকাল ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত সময়ে নতুন করে ভর্তি হন ১৫ জন ডেঙ্গু রোগী। বিপরীতে ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৭ সেপ্টেম্বর থেকে ৬০ শয্যার একটি ডেঙ্গু ওয়ার্ড চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ।