নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে চার দফায় মূল্যবৃদ্ধির পর সোনার দাম কিছুটা কমেছে। এতে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার রাতে সোনার দাম কমানোর এ ঘোষণা দেয়। এ দফায় ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৫৯ টাকা দাম কমছে। যদিও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২ হাজার ১০০ টাকাই থাকছে। নতুন দর আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
এর আগে গত বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় উঠেছিল। সোনার এই দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি আগামীকাল থেকে কমে হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। একইভাবে দাম কমার পর হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি ৯২ হাজার ২৮৬ টাকায় দাঁড়াবে।
আজ পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম ছিল ৯৩ হাজার ১৬০ টাকা। তার মানে আগামীকাল থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরির দাম ১ হাজার ২৫৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় দাম কমছে ৮৭৪ টাকা।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে পাঁচ দফায় সোনার দামে পরিবর্তন এসেছে। চলতি মাসের ১৪, ২১, ২৪ ও ২৫ তারিখ—এই চার দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৭৬৬ টাকা দাম বেড়েছে। এরপর আজ প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৫৯ টাকা দাম কমানো হলো।