সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মতপ্রকাশের অন্তরায়: এলআরএফ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীন মতপ্রকাশের অন্তরায় বলে মনে করে আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই মনোভাব প্রকাশ করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হত্যা মামলা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের মামলা আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের আগে অভিযোগ যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি মামলাগুলোতে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে সংগঠনের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আবু সালেহ রনিসহ অন্য যেসব সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা হয়েছে, সেগুলোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলআরএফ।