যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী। স্থানীয় সময় মঙ্গলবার |ছবি: কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া
পদ্মা ট্রিবিউন ডেস্ক: ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন।
রাহুল গান্ধীর এই বক্তব্য তাঁর দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে। তা ছাড়া এ-সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনেও এসেছে।
We have a old relationship with the people of Bangladesh, and you're right, my grandmother was deeply involved in the creation of Bangladesh. I think there are concerns in India about extremist elements in Bangladesh, and we share some of those concerns.
— Congress (@INCIndia) September 10, 2024
However, I'm confident… pic.twitter.com/Upgsy8mlji
কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজের পোস্ট অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাঁদের পুরোনো সম্পর্ক রয়েছে। তাঁর দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।
কংগ্রেসের এই নেতা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাঁদের মধ্যে আছে।
রাহুল গান্ধী বলেন, ‘তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব।’
রাহুল গান্ধী বলেন, ‘আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়।’
পিটিআইয়ের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনের আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে (কংগ্রেস ভবন) একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়।
রাহুল গান্ধী চার দিনের অনানুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র যান। গত মঙ্গলবার ছিল তাঁর সফরের শেষ দিন।