সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ছয়টি সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর। শফিকুল আলম এই সফরকে খুবই সফল এবং ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।
১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন বিষয়ে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন।
প্রস্তাবিত এই কমিশনগুলোর মধ্যে:
● নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হবেন বদিউল আলম মজুমদার
● পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন
● বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান
● দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান
● জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী
প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আইনজীবী শাহদীন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তার পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিশনের কাজ শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার থেকে, তবে আজ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় তা বিলম্বিত হয়েছে। সরকারের ইচ্ছা অনুযায়ী, কমিশনগুলো তাদের প্রতিবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। খুব শিগগিরই এই আলোচনা অনুষ্ঠিত হবে এবং তারপরই কমিশনের কাজ পুরোদমে শুরু হবে।'
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।