রশিদিয়া দরবার শরিফে হামলা ও অগ্নিসংযোগের পর জ্বলতে থাকা আগুনের দৃশ্য | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে রশিদিয়া দরবার শরিফে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে দরবার শরিফের লোকজন হামলাকারীদের ভয়ে মুখ খুলছেন না।
স্থানীয়দের মতে, হামলার নেতৃত্ব দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েন এবং সাদিরপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা আবু তালেব।
দরবারের ভক্তরা জানান, গত ৭ বছর ধরে হযরত খাজা শাহসুফিয়া দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি (রা.) এর স্মরণে এখানে বার্ষিক ওয়াজ ও মোনাজাতের আয়োজন হয়ে আসছে। এ বছরও এশার নামাজের পর মাহফিল শুরু হয়, যা পরিচালনা করছিলেন মো. জিল্লুর রহমান।
মোনাজাত শুরুর সময় একদল লোক দরবারে হামলা চালায়, ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে পালিয়ে যায়। আতঙ্কিত হয়ে জিল্লুর রহমানসহ উপস্থিত লোকজন পালিয়ে যান।
জিল্লুর রহমানের ছেলে রাসেল হোসেন অভিযোগ করেন, 'প্রতি বছর ২০০ থেকে ৩০০ ভক্ত আসলেও, এবার দেশের পরিস্থিতির কারণে ১৫০ জনের আয়োজন করা হয়েছিল। হামলাকারীরা এসে দরবার ভাঙচুর করে এবং আগুন লাগায়। আমরা তাদের নাম জানি, এবং মামলা করব।'
তবে জাহাঙ্গীর আলম বয়েন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, 'দরবার শরিফের নামে সেখানে মাদকের আড্ডা বসে, তাই স্থানীয় ছেলেরা ভেঙে দিয়েছে। আমি তাদের নিষেধ করেছি, কিন্তু আমি কোনোভাবে জড়িত নই এবং কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।'
আবু তালেবও অভিযোগ অস্বীকার করে বলেন, 'ঘটনার সময় আমি অন্য একটি বাজারে ছিলাম, দরবারে আগুন ও ভাঙচুরের বিষয়টি ফেসবুকে দেখেছি।'
চর সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, 'অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'