দুই শিশুর মৃত্যু খবরে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি সাঁথিয়া: পাবনার সাঁথিয়া উপজেলায় খেলতে খেলতে নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো পুন্ডুরিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে আয়েশা খাতুন (৪) ও পাশের আটিপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে ইনামুল হক (৫)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাইবোন।
স্থানীয় লোকজন ও দুই শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার শিশু ইনামুল হোসেনের নানির মৃত্যু হয়। খবর পেয়ে বাবার সঙ্গে সে মামার বাড়িতে আসে। আজ তাঁর নানির জন্য দোয়া অনুষ্ঠান ছিল। সকালে বাড়ির লোকজন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। এ সুযোগে মামাতো বোন আয়েশাকে নিয়ে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় ইনামুল। খেলার এক পর্যায়ে তাদের বলটি কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বলটি তুলতে গেলে দুই ভাইবোন নদীতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন নদীতে পানি আনতে গিয়ে বলসহ দুই ভাইবোনকে পানিতে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত বলেন, দুই শিশুকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।
করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।