জামায়াতে ইসলামীর রুকন শিক্ষাশিবিরে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। শনিবার সকালে  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সাতক্ষীরা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, ‘অতীতে অনেক সরকার দেশে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোনো কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমরা বিশ্বাস করি, মানবরচিত মতবাদ ভুলে ভরা। এটা একটা ভুল মতবাদ। যত দিন এই মতবাদ নিয়ে যারা আন্দোলন করবে, রাজনীতি করবে, তাদের দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবে না। বরং আল্লাহর মতবাদই আদর্শ মতবাদ। আর সেটা হলো ইসলামী মতবাদ, এটাই হক, এটাই সঠিক, কোনো ভুল নেই এখানে। এই নির্ভুল জীবনবিধান অর্থাৎ ইসলামী আইন যত দিন কায়েম না হবে, তত দিন পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না।’

সাতক্ষীরায়  শনিবার সকালে জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আয়োজনে শহরের মুন্সিপাড়ায় দলীয় কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে হলে মানবরচিত মতবাদ বাদ দিয়ে কোরআন-সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম করতে হবে।’

জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শহিদুল ইসলাম, শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, ওমর ফারুক, মাহবুবল আলম, জেলা কর্মপরিষদ সদস্য আবদুস সুবহান, মাহমুদুল হক, জামশেদ আলম প্রমুখ।