শেখ হাসিনার পুনর্বাসনের অপচেষ্টা যেকোনো মূল্যে রুখে দিতে হবে: মামুনুল হক

খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গণসমাবেশে বক্তব্য দেন। শনিবার বিকেলে গাইবান্ধা জেলা শহরের ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি গাইবান্ধা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টা যেকোনো মূল্যে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেছেন, ‘১৫ বছর ধরে শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্ত করেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু তাঁর দোসররা চুপ করে বসে নাই। তাঁরা একের পর এক চক্রান্ত করছেন। তাঁদের সমস্ত চক্রান্ত রুখে দিতে হবে।’

শনিবার বিকেলে গাইবান্ধা জেলা শহরের ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।

গণ-অভ্যুত্থান টিকিয়ে রাখতে সব সময় সজাগ থাকার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ‘হাসিনা এখন নতুন নাটক করছেন। তিনি নাকি দেশের সীমান্ত এলাকার কাছাকাছি কোথাও আছেন। যেকোনো সময় দেশে ঢুকে পড়বেন। শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা রকম চক্রান্তে লিপ্ত হয়েছেন। এই গণ-অভ্যুত্থান টিকিয়ে রাখতে আমাদের সব সময় সজাগ থাকতে হবে। আমাদের সবার ঐকমত্য ধরে রাখতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার গণসমাবেশ। শনিবার বিকেলে গাইবান্ধা জেলা শহরের ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

মামুনুল হক আরও বলেন, ‘গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার ইসলামি দল, বিএনপি, জামায়াতের বহু নেতা-কর্মীকে মামলা, হামলা, গুম ও হত্যা করেছে। খেলাফত মজলিসসহ সব দলের প্রতি উদাত্ত আহ্বান, শেখ হাসিনার পুনর্বাসনের অপচেষ্টা যেকোনো মূল্যে রুখে দিতে হবে। আমরা ন্যায়নীতির ভিত্তিতে বৈষম্যহীন ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মুফতি ইউসুফ কাসেমী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, সহকারী বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।