সজীব ওয়াজেদ জয় | ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ‘মিথ্যা মামলা ও হয়রানি’ করার পাশাপাশি এখন ‘ভুয়া কিছু ডকুমেন্ট’ বানিয়ে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কখনোই কোনও সাংবাদিক বা মিডিয়া ব্যক্তিত্বকে প্রভাবিত করতে সিআরআই থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এসব মিথ্যা প্রচারণা করাই হচ্ছে সাংবাদিকদের আরও হয়রানি করার জন্য। যারাই এটা করেছেন, তাদের উদ্দেশ্য অসৎ।’
সম্প্রতি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আট জ্যেষ্ঠ সাংবাদিককে গত জুলাই মাসের ভাতা দেওয়ার একটি কাগজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে কাউকে এক লাখ, কাউকে দুই লাখ করে টাকা দেওয়ার তথ্য রয়েছে।