আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ৩ সেপ্টেম্বর | ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আট হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমার থেকে কীভাবে এই অনুপ্রবেশ ঠেকানো যায়, তা নিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমার কাছে তথ্য আছে, আট হাজারের মতো রোহিঙ্গা ঢুকে গেছে। এখানে বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়ে তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী দু-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কীভাবে ঠেকানো যায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নীতিগতভাবে আমরা কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় দেব না, যদিও দুঃখ লাগে কথাটা বলতে, কিন্তু আমাদের জন্য সাধ্যের অতীত, আর পারব না তাদের আশ্রয় দিতে।’

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কারণ, তারা সাধারণ ভিসা প্রার্থীদের কোনো বাধা প্রদান করছে না। একটি বিশেষ শ্রেণির ক্ষেত্রে, তাদের আইনানুযায়ী করছে, এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘এই সফরে দুই দেশের মধ্যকার সব বিষয়ে নিয়ে আলোচনা হবে। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার ইস্যুটি থাকছে কি না, এখনো নিশ্চিত নই।’ এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে, তবে কোন পদ্ধতিতে, সেটা অর্থ উপদেষ্টা বলতে পারবেন।