কনসার্টের আগে আজ বৃহস্পতিবার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের | কোলাজ |
বিনোদন প্রতিবেদক: বুধবার থেকে ঢাকায় বৃষ্টি। এরই মাঝে শুক্রবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাইবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। তবে আগামীকালও কনসার্টে বাগড়া দিতে পারে বৃষ্টি। তাই ভক্তদের কপালে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ।
কনসার্টের আগে আজ বৃহস্পতিবার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। আর সেখানেই ব্যান্ডটির ভোকাল গহের মুমতাজের কাছে প্রশ্ন রাখা হয়, আবহাওয়া নিয়ে তাঁরা চিন্তিত কি না। আর সে প্রশ্নে হাস্যরসের সুরে তিনি জানান, বৃষ্টির জন্যই তাঁরা ব্যান্ডটির নাম পরিবর্তনের কথা ভাবছেন! এ গায়ক জানান, ব্যান্ডটির নামকরণ করা হয়েছে জল মানে পানি থেকে, যাতে দর্শকদের হৃদয়ে পানির মতোই প্রবাহিত হতে পারে তাঁদের গান; কিন্তু জন্মলগ্ন থেকেই প্রায় প্রতিটি কনসার্টেই বাগড়া দিয়েছে বৃষ্টি!
গহের মুমতাজ বলেন ‘আমাদের ব্যান্ডের নাম এসেছে পানি শব্দ থেকে। আমরা চেয়েছিলাম, দর্শকদের হৃদয়ে পানির মতোই যেন প্রবাহিত হয় আমাদের গান; কিন্তু গত ১০ বছর এই শব্দটা আমাদের ব্যাক ফায়ার করেছে। আমরা যেখানেই গিয়েছি, কনসার্টে বৃষ্টি বাগড়া দিয়েছে। এটা পুনে হোক, আবুধাবি কিংবা শারজাহ আর এখন ঢাকা! তাই আমরা এবার ফিরে গিয়ে নাম পরিবর্তনের কথা ভাবব।’ ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি হবে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা অ্যারেনায়। জালের সঙ্গে আরও পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস। একই সঙ্গে এই কনসার্টে নিজেদের ২৭ বছরের পথচলা উদ্যাপন করবে ভাইকিংস।