জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি | ফাইল ছবি: রয়টার্স
পদ্মা ট্রিবিউন ডেস্ক: লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি গতকাল শনিবার ইরান এ আহ্বান জানায়। আগের দিন শুক্রবার রাতে ইসরায়েলের হামলায় নাসরুল্লাহ নিহত হন। তিনি তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন।
নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়ে ইরান একটি চিঠি দিয়েছে। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠির একটি অনুলিপি বার্তা সংস্থা এএফপির হাতে এসেছে।
চিঠিটি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। চিঠিতে নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতে, অঞ্চলটিকে পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে টেনে নেওয়া ঠেকাতে অবিলম্বে ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে দেওয়া চিঠিতে ইরানের রাষ্ট্রদূত ইরাভানি তাঁর দেশের কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন। বলেছেন, তেহরান এ ধরনের আগ্রাসন সহ্য করবে না।
চিঠিতে ইরাভানি বলেছেন, ইরান তার গুরুত্বপূর্ণ জাতীয় ও নিরাপত্তা-সংক্রান্ত স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে সহজাত অধিকার (পদক্ষেপ) প্রয়োগে দ্বিধা করবে না।
ইরান বহু বছর ধরে হিজবুল্লাহকে আর্থিক ও সামরিকভাবে
সমর্থন দিয়ে আসছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে।