দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন মেহেদী হাসান | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। এই অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক, পূজা উদ্যোক্তা এবং মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার সকালে ঐতিহ্যবাহী মৌবাড়ীয়া দুর্গা মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেহেদী হাসান বলেন, 'দুর্গাপূজা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ আবশ্যক। আমাদের উদ্দেশ্য হলো সবার মধ্যে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করা।'

স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'পূজার সময় আপনাদের দায়িত্ব হলো নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা। যদি আপনারা সতর্ক থাকেন এবং একাগ্রতা প্রদর্শন করেন, তবে অনেক সমস্যা সহজেই সমাধান হবে।'

মেহেদী হাসান আরও জানান, 'প্রশাসনের পাশাপাশি তারা নিজেদের উদ্যোগে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা ঘটার সম্ভাবনা দেখা দেয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।'

এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন কলেজ শিক্ষক স্বপন কুমার কুন্ডু, সমর কর্মকার, রাজেশ কুমার সরাফ, প্রবীর বিশ্বাস, দেবদুলাল রায়, সুবাস চন্দ্র পাল, বিমল চৌধুরী, মাধব চন্দ্র পাল, কার্তিক কুন্ডু, সুমন সাহা, গোবিন্দ চৌধুরী ও মিলন রবিদাস প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি বলেন, 'উপজেলার ৩২টি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকদের সহায়তা আমাদের নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়ক হবে।' তিনি সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টাকে স্বাগত জানান।

এছাড়া, সভায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেদী হাসানকে।