কল্যাণ সভায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, প্রত্যেককে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে কাজের মাধ্যমেই তা করতে হবে।
শনিবার মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) সদর দফতরে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। কিছু সদস্যের অপেশাদার আচরণের ফলে পুলিশের ওপর জনগণের আস্থা কমে গেছে, যা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি। তবে আমরা দিন-রাত পরিশ্রম করছি যেন জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারি। আমি বিশ্বাস করি, সবাই মিলে কাজ করলে আমরা একদিন এমন জায়গায় পৌঁছাতে পারবো, যেখানে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক।'
ডিএমপি কমিশনার আরও বলেন, 'পুলিশের দায়িত্ব-কর্তব্য অন্য যেকোনো প্রতিষ্ঠানের তুলনায় ভিন্ন। এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে। আর এই স্থিতিশীল পরিস্থিতি দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক উন্নয়নের প্রধান শর্ত।'
তিনি সভায় উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, 'তারা যেন ফোর্সকে দেওয়া দিকনির্দেশনা যথাযথভাবে পালন করেন। এতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য তার ওপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে সক্ষম হবে।'
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ, মো. ইসরাইল হাওলাদার, খোন্দকার নজমুল হাসান, হাসান মো. শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।