দর্শকেরা ইউটিউবের মন্তব্যের ঘরে ‘বহুরূপী’ নির্মাণের প্রশংসা করেছেন | কোলাজ

বিনোদন ডেস্ক: সাধারণত পারিবারিক ড্রামাধর্মী সিনেমা বানান পশ্চিমবঙ্গের নির্মাতা-জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তবে গত বছর থ্রিলার সিনেমা ‘রক্তবীজ’ বানিয়ে চমকে দিয়েছিলেন তাঁরা, ছবিটি ব্যবসায়িক সাফল্যও পায়; সেই ধারাবাহিকতায় এবার অ্যাকশন সিনেমা ‘বহুরূপী’ নিয়ে আসছে তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ঝলক। খবর হিন্দুস্তান টাইমস বাংলার

উইন্ডোজ প্রোডাকশনের ‘বহুরূপী’ সিনেমা মুক্তি পাবে আগামী দুর্গাপূজায়। এই ছবিতে উঠে আসবে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক ব্যাংক ডাকাতির গল্প।

এই ছবিতে ‘রক্তবীজ’-এর পর আবারও এ ছবিতে পুলিশ হয়ে ধরা দিতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম এসআই সুমন্ত ঘোষাল।

তবে সুমন্তের ক্যারিয়ারের সাফল্যের গল্প বলবে না; বরং বলবে ব্যর্থতার গল্প। 

তাঁর বিপরীতে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অর্থাৎ ব্যাংক ডাকাতির মূল হোতা, যিনি বিভিন্ন রূপ ধারণ করে পুলিশের নজর এড়িয়ে থাকেন।

এই ছবিতে আবিরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী হিসেবে ধরা দেবেন কৌশানি মুখোপাধ্যায়।

ছবিটির ১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজার মুক্তির পরই দর্শকেরা ইউটিউবের মন্তব্যের ঘরে ‘বহুরূপী’ নির্মাণের প্রশংসা করেছেন। ছবিটি আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে।