‘হায়ার ম্যাথম্যাটিকস’ নাটকের দৃশ্য | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে শনিবার রাতে প্রচারিত হবে একক নাটক ‘হায়ার ম্যাথম্যাটিকস’ ।
বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, সপ্তাহিক একক নাটক হিসেবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে।
মাসুদুর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন মোল্লা আবু তৌহিদ।
এতে অভিনয় করেছেন তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, দিলরুবা দোয়েল, মাসুম বাশার, শেখ স্বপ্না, বিমল ব্যানার্জি, সানন্দা, শেফালিসহ আরো কয়েকজন।
নাটকের গল্পে দেখা যাবে, আদিল নামের একটি ছেলে ভালোবাসে দেশ, মানুষ ও প্রকৃতি। সাহিত্যপ্রেমী আদিল চেয়েছিলেন কবি হতে। কিন্তু বাবার ইচ্ছায় তাকে প্রকৌশলী হতে হয়।
অন্যদিকে আদিল প্রকৌশলী হওয়ার সবচেয়ে বেশি খুশি হয় তার প্রেমিকা আফরিন। কিন্তু জটিলতা বাধে আদিলকে যখন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়।
আদিলের জীবনে দেখা যায় একদিকে প্রেম ও দেশপ্রেম এবং অন্যদিকে উচ্চতর শিক্ষার জন্য বিদেশের হাতছানি। শুরু হয় গল্পের নতুন বাঁক।