খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ইনডেজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। শুক্রবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ‘ইনডেজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। ২০ মিনিট পর তাঁরা অবরোধ তুলে নেন। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। তবে জরুরি পরিষেবার গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা থেকে ইনডেজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে আবারও মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা পাহাড়িদের ওপর হামলাকারী, উসকানিদাতা, অগ্নিসংযোগকারী ও লুটপাটে জড়িত ব্যক্তিদের বিচারসহ সাত দফা দাবি জানান।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী অং সিং প্রথম আলোকে বলেন, পাহাড়ে বৃহস্পতিবার হামলার প্রতিবাদে আজ শুক্রবার রাঙামাটিতে মিছিল বের করলে সেখানেও হামলা হয়েছে। পাহাড়িদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়েছে। পাহাড়ে নিহত-আহত ব্যক্তিদের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে তাঁরা কর্মসূচি পালন করছেন।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে ইনডেজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। শুক্রবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ইগিমি চাকমা বলেন, ‘আমাদের পার্বত্য চট্টগ্রামের দীঘিনালায় অগ্নিসংযোগ, খাগড়াছড়িতে হত্যা এবং রাঙামাটিতে মিছিলকারীদের ওপর যে হামলা করা হয়েছে, আমাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার সুষ্ঠু বিচারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করেছি।’