আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছেন জয়া চাকমা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ক্রীড়া প্রতিবেদক: ২০২০ সালে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছিলেন জয়া চাকমা। সেই থেকে এ পর্যন্ত দেশে–বিদেশে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। কখনো বাদ পড়েননি। তবে ২০২৫ সালে তিনি ফিফা রেফারি থাকছেন না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় জয়া বাদ পড়েছেন। তবে কাগজ-কলমে এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিফা রেফারি থাকবেন জয়া। এই সময়ে তিনি আন্তর্জাতিক ম্যাচও পেতে পারেন।
বাদ পড়ার কারণ হিসেবে জয়া চাকমা বলেছেন, ‘সম্প্রতি আমার জন্ডিস হয়েছে। শরীর অনেকটা দুর্বল। ফলে আজ স্প্রিন্টই শেষ করতে পারিনি। তবে আগামী বছর আবার ফিরে আসার চেষ্টা করব।’এ প্রসঙ্গে বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসানের কথা, ‘৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ফিটনেস পরীক্ষায় জয়া পাস করতে পারেনি। দ্বিতীয় পরীক্ষায়ও সে অনুত্তীর্ণ। ফলে বাদ পড়ছে ২০২৫ সালের জন্য।’
জয়া বাদ পড়লেও সালমা আক্তার এএফসির এলিট প্যানেলে সহকারী রেফারি হিসেবে থাকছেন ২০২৫ সালেও। মালয়েশিয়ায় গত মাসে এএফসির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় দেশে আর আলাদা তাঁকে পরীক্ষা দিতে হয়নি।
পুরুষ ফিফা রেফারি হিসেবে এবার ঢাকায় বাফুফের অধীনে পরীক্ষা দিয়েছেন ৭ জন। কোটা অনুযায়ী ৪ জনের নাম পাঠানো হবে। সহকারী হিসেবে থাকবেন ৬ জন। ফিফার কাছে নাম পাঠাতে হবে আগামীকাল ২৯ সেপ্টেম্বরের মধ্যে। সেখানে থাকবে না জয়ার নাম।