শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে অস্ত্রসহ শিরহান শরীফ তমাল নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
এর আগে উপজেলা সদরের আলোবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তমাল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি।
শিরহানের প্রাইভেট কার জব্দ করেছে র্যাব | ছবি: পদ্মা ট্রিবিউন |
র্যাব জানায়, গ্রেপ্তারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।
সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।
শিরহানের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলেছে র্যাব | ছবি: পদ্মা ট্রিবিউন |