ফরিদপুরের এক মন্দিরের ৮ প্রতিমা ভাঙচুর

হরি মন্দিরের আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১৫ সেপ্টেম্বর, ২০২৪  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার একটি মন্দিরে নির্মাণাধীন আটটি দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (গুডপট্টি) হরি মন্দিরে এ ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

হরি মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সাহা বলেন, ‘কয়েকদিন আগেই মাটির কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। আমরা দু-একদিনের মধ্যে রঙ করার প্রস্তুতি নিচ্ছিলাম। এই মন্দিরে মোট ১৪টি প্রতিমা ছিল। এর মধ্যে আটটি প্রতিমার বিভিন্ন অংশ দুর্বৃত্তরা শনিবার রাতের কোনও একসময়ে ভেঙে ফেলেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।’

ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, ‘হরি মন্দিরের কার্তিক, অর্জুন, গনেশসহ মোট আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চেয়েছি। আমরা বিশ্বাস করি, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে।’