রাতের ট্রেন | ফাইল ছবি |
প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহে একটি লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে জেলার শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা ট্রেনের একটি বগির নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাঁদের মুঠোফোন ও জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
যাত্রীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত লোকাল ট্রেনটি নিয়মিত চলাচল করে। ট্রেনটি জারিয়া ট্রেন হিসেবেই পরিচিত। গতকাল রাত ৯টার দিকে নগরের শম্ভুগঞ্জ এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। শম্ভুগঞ্জ রেলস্টেশন পার হয়ে রেলব্রিজে উঠলে সাধারণত ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়। সে সুযোগকে কাজে লাগিয়ে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল ট্রেনের পেছনের বগিতে উঠে পড়ে। দলের সদস্যরা নিজেদের মুখে গামছা বেঁধে হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ট্রেনের বগির যাত্রীদের জিম্মি করে। মেরে ফেলার ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে আবার তারা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে।
এ বিষয়ে ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, ‘জারিয়া থেকে ছেড়ে আসা ট্রেনটিতে ডাকাত দল ওঠে। সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, হাতে চাকু-ছুরি ছিল। ভয় দেখিয়ে যাত্রীদের জিনিসপত্র নিয়ে যায়। তবে কাউকে আঘাত করার খবর পাওয়া যায়নি। যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।’
ময়মনসিংহ রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নাজমুল হক খান বলেন, ‘জারিয়া ট্রেনটিতে ডাকাতির ঘটনা শুনেছি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।’