খুলনা প্রেসক্লাবে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমির | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি খুলনা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আওয়ামী লীগের একজন কর্মীও খুন হয়নি। অথচ ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারালে দেশের পাঁচ লাখ লোক মারা যাবে। অর্থাৎ আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না বলে জনগণকেও একই মনে করে। কিন্তু দেশের জনগণ দেখিয়ে দিয়েছে, তারা কাণ্ডজ্ঞানহীন নয়।’
শুক্রবার বিকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। যার অংশ হিসেবে জুডিশিয়াল ক্যু করার অপচেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ আনে। কিন্তু দেশপ্রেমিক জনগণ তাদের সব ষড়যন্ত্র রুখে দিয়েছে।’
ভবিষ্যতেও এ ধরনের ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের যেকোনও ষড়যন্ত্রের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সত্য কথা লিখুন। বিগত ১৫ বছরে জামায়াতকে ভিন্নভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আজ সত্য কথা লেখার সুযোগ পাচ্ছেন বলেই জামায়াত সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।’
আওয়ামী লীগকে গণহত্যাকারী দল উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৯ সালে ক্ষমতায় এসেই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপর পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা, শাহবাগে অসভ্য জমায়েত এবং সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা গণহত্যাকারী দল।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।