কাউন্সিলর ইউসুফ আলী প্রধানকে ঈশ্বরদী থানার নেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলার ঘটনায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইউসুফ আলী প্রধানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের আলহাজ মোড় এলাকা থেকে তাকে আটক করে বলে থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, ‘৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল দাশুড়িয়া ট্র্যাফিক মোড় এলাকায় ইউসুফসহ আরও অনেকে গুলিবর্ষণ করেন। এ ছাড়া লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে কয়েকজন ছাত্রদের রক্তাক্ত করেন। এ ঘটনায় জামায়াতের সমর্থক ওসামা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’