ঈশ্বরদীতে গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার

গ্রেপ্তার | প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: গাঁজার গাছসহ এক চাষিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার ঈশ্বরদী সার্কেল।

সোমবার তাকে গ্রেপ্তারের পর ওইদিন বিকেলে পাবনা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম বাবু সরদার (৪২)। তিনি উপজেলার চর সাহাপুর গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে,  বাবু সরদারের বাড়ির চারপাশ টিনের বেড়া দিয়ে ঘেরা। তিনি বাড়ির ভেতর দক্ষিণ পাশে গাঁজার চাষ করেছিলেন। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালায়। তাঁর বাড়ি থেকে দুইটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় বাবু সরদারকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গাঁজার গাছসহ ওই কৃষককে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’