সুফি সাধক কাজী জাবেরের বাড়িতে হামলার দৃশ্য | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের সুফি সাধক মাওলানা কাজী আফসার উদ্দিন বাবার বাড়ি ও মাজারে হামলার খবর পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় এই হামলা শুরু হয়। 

প্রতিবেদন লেখা পর্যন্ত, রাত সোয়া ১২টার দিকে, হামলা চলছিল। জানা গেছে, তখনও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।

এ ঘটনায় কাজী জাবের নামের একটি ফেসবুক আইডি থেকে একাধিক ফেসবুক লাইভ করা হয়। লাইভ ভিডিওতে হামলার বিবরণ দিয়ে তিনি অভিযোগ করেন, তার বাড়িতে হামলা চালানো হচ্ছে এবং এতে তিনি মাথা ও পায়ে আঘাত পেয়েছেন। একই সঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী এখনও সেখানে পৌঁছায়নি।

রাত ১০টার দিকে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরিহিত একদল ব্যক্তি তার বাড়ির দিকে এগিয়ে আসছেন। তারা বাড়ির সামনে এসে কাজী জাবেরকে বাইরে বের হতে বলেন। কাজী জাবের জানান, রাত হওয়ায় তিনি গেট খুলবেন না। এসময় হামলাকারীরা তার বাড়ির দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে নারীদের চিৎকারও শোনা যায়। কাজী জাবের জানান, তার লোকজনদেরও মারধর করা হয়েছে। কিছুক্ষণ পর বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভিডিওতে তিনি দাবি করেন, চাকুলিয়া মসজিদের ইমাম তৈয়ব খান এই হামলায় লোকজনকে উসকানি দিয়েছেন। কাজী জাবের আরও জানান, তিনি সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, 'পুলিশের একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তিনি নিজেও সেখানে যাচ্ছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।'